আন্তর্জাতিক

কুরবানির পশু আমদানি করছে সৌদি

পবিত্র ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে সৌদি আরব ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৩ লাখ ৫৯ হাজার গবাদিপশু আমদানি করেছে। গত ১৪ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত এসব গবাদিপশু আমদানি করা হয়।

Advertisement

সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির ইংরেজি দৈনিক আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, পবিত্র হজ পালন করতে আসা হজযাত্রী ও স্থানীয়দের চাহিদা পূরণের লক্ষ্যে পশু আমদানি করা হচ্ছে।

আরব নিউজ বলছে, ইসলামি উন্নয়ন ব্যাংকের আধাই প্রকল্পের আওতায় প্রথম ধাপে ২ লাখ এবং স্থানীয় বাজারের জন্য ১ লাখ ৫৯ হাজার গবাদিপশু আমদানি করা হয়েছে।

Advertisement

আরো ২৫ লাখ গবাদিপশু আমদানি করা হবে বলে প্রত্যাশা করছে সৌদি পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয়। এরমধ্যে ১৫ লাখ স্থানীয় বাজারের জন্য এবং বাকি ১০ লাখ আধাই প্রকল্পের জন্য আমদানি করা হবে।

এসআইএস/এমএস