আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গ থেকে দেশে ফিরলো চার কিশোর

পশ্চিমবঙ্গের শুভায়ন হোমে দীর্ঘদিন আটক থাকার পর মঙ্গলবার সকাল ১১টায় চার বাংলাদেশি কিশোর দেশে ফিরেছে। হিলি সীমান্ত দিয়ে তাদের দেশে পাঠানো হয়।

Advertisement

দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের শুভায়ন হোমে তারা দীর্ঘদিন আটক ছিল। মূলত কাজের সন্ধানে দালালের হাত ধরে তারা ভারতে প্রবেশ করে। শুভায়ন হোমে এখনও ২২ বাংলাদেশী শিশু-কিশোর রয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ২০১৬ সালে মৌলভীবাজারের ১৬ বছরের এক কিশোর দালালের পাল্লায় পড়ে হিলি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় সীমান্ত পুলিশ তাকে আটক করে। পরে তাকে দক্ষিণ দিনাজপুরের ‘চাইল্ডলাইন’র সহায়তায় শুভায়ন হোমে আনা হয়। একই ভাবে রংপুর জেলার এক কিশোর হিলি সীমান্তের দুর্গাপুর গ্রামে বিএসএফের হাতে ধরা পড়ে। পরে তাকেও শুভায়ন হোমে আনা হয়। ২০১৭ সালে ১৪ বছরের এক কিশোর তার অপর তিন বন্ধু সাগর, খোকন ও ইমনের সঙ্গে হিলি সীমান্ত দিয়ে প্রবেশ করে। বালুপাড়া নামক স্থানে পুলিশের হাতে ধরা পড়ে তারা। পরবর্তীতে তাদের শুভায়ন হোমে আনা হয়। সাগর, খোকন ও ইমন দেশে ফিরে গেলেও কিশোরটির ভাগ্যে সে সুযোগ মেলেনি। অপর কিশোর বালুরঘাট বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের হাতে ধরা পড়ে।

দক্ষিণ দিনাজপুর জেলার ‘চাইল্ডনাইন’র কর্মকর্তা সূরজ দাস জানান, মঙ্গলবার ওই চার কিশোরকে সীমান্ত পার করে তাদের স্বজনদের হাতে তুলে দেয়া হয়। দীর্ঘদিন পর স্বজনদের দেখতে পেয়ে তারা কেঁদে ফেলেন।

Advertisement

চার কিশোরের নিজ দেশে প্রত্যর্পণ প্রক্রিয়ায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সম্পাদক সৌমেন্দ্রনাথ রায়, শুভায়ন হোমের সুপার দাওয়া দরজি শেরপা, পি ও আই সি সুবোধ দাস এবং বাংলাদেশের হিলি থানার ওসি আফতাব হোসেনসহ দু’দেশের বিএসএফ ও বিজিবির প্রতিনিধিগণ।

এমএআর/আরআইপি