ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টনে সিরিজের প্রথম টেস্টে জয়ের বেশ ভালো সুযোগ ছিল ভারতের। অধিনায়ক বিরাট কোহলি ব্যাট হাতে দলকে জেতাতে যথাসাধ্য চেষ্টাও করেছেন। জেতাতে পারেননি। হাতের মুঠোয় থাকা এক ম্যাচ হাতছাড়া হবার পর স্বভাবতই কোহলির নেতৃত্ব নিয়ে কিছুটা সমালোচনা হচ্ছে। তবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি পাশেই দাঁড়াচ্ছেন সতীর্থের। তার কণ্ঠে ঝরেছে কোহলির উচ্ছ্বসিত প্রশংসা।
Advertisement
গত কয়েক বছরে কোহলি যা করে দেখিয়েছেন, তাতে ভারতীয় অধিনায়ক কিংবদন্তি হওয়ার খুব কাছে চলে এসেছেন বলেই মনে করছেন ধোনি। তিনি বলেন, 'সে সেরা। সে ইতোমধ্যেই একটি জায়গায় পৌঁছে গেছে। যেখানে সে কিংবদন্তি হওয়ার পথে। তাকে নিয়ে আমি খুব খুশি। গত কয়েক বছরে সব জায়গায় সে যেভাবে ব্যাট করে চলেছে, সে আসলে দুর্দান্ত।'
একটা সময় ধোনির সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন কোহলি। বলতে গেলে অধিনায়ক ধোনির ছায়াতেই বেড়ে উঠা তরুণ এই ব্যাটসম্যানের। উদীয়মান তারকা থেকে ধীরে ধীরে দলের নেতা হিসেবে আত্মপ্রকাশ করা কোহলি খুব ভালোভাবেই দায়িত্ব পালন করছেন বলে অভিমত ভারতের কিংবদন্তি উইকেটরক্ষকের, 'সে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছে। একজন অধিনায়কের কাছে তো আপনি সেটাই চাইবেন। তার জন্য শুভকামনা।'
এজবাস্টনে রোমাঞ্চ ছড়ানো টেস্টটি ভারত হেরে যায় ৩১ রানে। দলের অন্য ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও দুই ইনিংসে ১৪৯ এবং ৫১ রান করেন অধিনায়ক বিরাট কোহলি।
Advertisement
এমএমআর/পিআর