পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামের গাড়ি লক্ষ্য করে গুলি নিক্ষেপের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছে করাচি পুলিশ। বুধবার করাচির ন্যাশনাল স্টেডিয়ামে প্রশিক্ষণ দিতে যাওয়ার সময় সাবেক পাক অধিনায়কের গাড়িতে গুলি চালায় কয়েকজন দুর্বৃত্ত। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান কিংবদন্তি এ পেসার।প্রত্যক্ষদর্শীদের জবানবন্দী এবং সিসিটিভি ফুটেজ দেখে ওই হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওয়াসিম আকরাম করাচির জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের উদীয়মান ১২ জন পেসারকে প্রশিক্ষণ দিচ্ছেন। ওই প্রশিক্ষণ ক্যাম্পে যাওয়ার পথে হঠাৎ একটি গাড়ি পেছন থেকে তাঁর গাড়িতে ধাক্কা মারে। এ সময় তিনি গাড়ি থেকে নামলে এক দুর্বৃত্ত তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে। ভাগ্যক্রমে বেঁচে যান সাবেক এই পাকিস্তানি পেসার। তবে পুলিশ জানায়, সড়কে দুটি গাড়ির সংঘর্ষের পর তর্কাতর্কির এক পর্যায়ে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল, এই গুলির লক্ষ্য আকরাম ছিলেন না।আরটি/এসআইএস/এমআরআই
Advertisement