বাংলাদেশ থেকে প্রায় ৯০ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৩১টি ও সৌদি এয়ারলাইন্সের ১৩৬টিসহ মোট ২৬৭টি ফ্লাইটে তারা সৌদি পৌঁছেছেন।
Advertisement
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন বাংলাদেশির হজে যাওয়ার কথা রয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৪ হাজার ৭৬১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার ৮৫ হাজার ১৯৭ জন হজযাত্রী সৌদি যাবেন।
এদিকে গতকাল সোমবার (৬ আগস্ট) পর্যন্ত বাংলাদেশস্থ সৌদি দূতাবাস থেকে মোট ১ লাখ ২৩ হাজার ৪২৪ জনকে ভিসা ইস্যু করা হয়েছে। এছাড়া গতকাল পর্যন্ত মোট ২১ জন হজযাত্রী ইন্তেকাল করেছেন। তাদের মধ্যে পুরুষ ১৭ জন ও ৪ জন মহিলা রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ১৮ জন, মদিনায় ২ জন এবং জেদ্দায় ২ জন মারা যান।
গত ১৪ জুলাই থেকে হজ ফ্লাইট শুরু হয়েছে। চলবে আগামী ১৫ আগস্ট পর্যন্ত। এর মধ্যে যাত্রী সঙ্কটে বাংলাদেশ বিমানের বেশ কয়েকটি হজ ফ্লাইট বাতিল করা হয়েছে।
Advertisement
এমইউ/আরএস/পিআর