আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘুমিয়ে থাকায় ধারাবাহিকভাবে ব্লগাররা খুন হচ্ছেন বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. আবু সাইয়িদ রচিত ‘মুক্তিযুদ্ধ সত্যের মুখোমুখি’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন। মিজানুর রহমান বলেন, এসব মুক্তমনা ব্লগার হত্যাকারীদের আইনশৃঙ্খলা বাহিনী এখনো কেন গ্রেফতার করতে পারছেনা এর জবাব রাষ্ট্রকেই দিতে হবে। একের পর এক ব্লগার খুন হবে আর আইনশৃঙ্খলা বাহিনী কি ঘুমিয়ে রবে?তিনি বলেন, দেশের মানুষের স্বাধীনভাবে চলাফেরার অধিকার রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আইন-আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মুক্তমনাদের খুন বন্ধ হচ্ছে না। অধ্যাপক ড. আবু সাইয়িদের সভাপতিত্বে আলোচনায় আরো অংশ নেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, সংস্কৃতি মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় কমিটির সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান প্রমুখ।এএইচএস/এসএইচএস/এমআরআই
Advertisement