শিক্ষা

সহকারী শিক্ষক পদে ৪৪৭ জনকে নিয়োগ

৩৫তম বিসিএসে উত্তীর্ণ নন-ক্যাডার ৪৪৭ জনকে সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়েছে। সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের বিভিন্ন বিদ্যালয়ে পদায়নসহ নিয়োগ আদেশ জারি করা হয়েছে। আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের যোগদান করতে বলা হয়েছে।

Advertisement

আদেশে দেখা গেছে, নিয়োগ পাওয়া সহকারী শিক্ষকদের মধ্যে বাংলায় ৬ জন, ইংরেজিতে ১৫৪ জন, গণিতে ৪৩ জন, সামাজিক বিজ্ঞানে ৭৩ জন, পদার্থ বিজ্ঞানে ৬১ জন, জীববিজ্ঞানে ৩১, ব্যবসায় শিক্ষায় ৪৭ জন, ভূগোলে ১৬ জন, ধর্মে ৩ জন ও কৃষিবিজ্ঞানে ১৩ জন নিয়োগ পেয়েছেন।

শূন্যপদের বিপরীতে ৩৫তম বিসিএস থেকে নিয়োগের প্রক্রিয়ায় থাকা ৬১০ জনের মধ্যে ৪৪৭ জন চাকরি পেলেন।

জানা গেছে, ৩৬তম বিসিএস থেকে ৩৫১ জন নিয়োগের প্রক্রিয়ায় রয়েছেন। এছাড়া পিএসসির মাধ্যমে বিশেষ পরীক্ষা নিয়ে আরও এক হাজার ৩৭৮ জন শিক্ষক নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

Advertisement

এমএইচএম/বিএ