আন্তর্জাতিক

আল-কায়েদার সঙ্গে সৌদি জোটের গোপন চুক্তি!

হুথি বিদ্রোহীদের সঙ্গে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সঙ্গে গোপন একটি চুক্তিতে পৌঁছেছে। এই সামরিক জোটে আল-কায়েদার শত শত সদস্যকে নিয়োগ দেয়া হয়েছে। মার্কিন বার্তাসংস্থা এসোসিয়েট প্রেসের (এপি) অনুসন্ধানী এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

Advertisement

দুই বছরের বেশি সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্র ও অন্যান্য সমর্থন নিয়ে ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসা এই জোটের দাবি ইয়েমেন থেকে আল-কায়েদার হামলা চালানোর সক্ষমতা গুঁড়িয়ে দিয়েছে তারা।

কিন্তু মার্কিন এই সংবাদমাধ্যমের অনুসন্ধান বলছে, আল-কায়েদার কিছু কমান্ডারকে অর্থের বিনিময়ে শহর ছেড়ে যাওয়ার সুযোগ দিয়েছে।

এপি বলছে, আল-কায়েদার অন্য নেতাদের কাছে থেকে অস্ত্র, যুদ্ধ সরঞ্জাম ও লুট করা অর্থ হাতিয়ে নিয়েছে সামরিক জোট। এমনকি আল-কায়েদার শত শত সদস্যকে সামরিক জোটে সেনা সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

Advertisement

চুক্তিতে জড়িত একটি সূত্র বলছে, চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্র অবগত ছিল। ১৯৮৮ সালে ওসামা বিন লাদেনের নেতৃত্বে প্রতিষ্ঠিত সশস্ত্র এই জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ড্রোন হামলাও বন্ধ রেখেছিল ওয়াশিংটন। তবে বার্তাসংস্থার এপির অনুসন্ধানে উঠে আসা তথ্যের সঙ্গে আরব উপদ্বীপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই দেশটির স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত দুটি যুদ্ধের স্বার্থ সাংঘর্ষিক।

একটি সংঘাতে ইয়েমেনে আরব উপদ্বীপ শাখার আল-কায়েদাকে (একিউএপি) হটাতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোটের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। বৃহৎ অন্য লড়াই চলছে দেশটিতে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে। সূত্র : এপি।

এসআইএস/এমএস

Advertisement