উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠী কিংবা সম্প্রদায় নয় সংবিধানে আদিবাসী হিসেবেই স্বীকৃতি চান পার্বত্য চট্টগ্রামসহ বাংলাদেশের আদিবাসীরা। এবারও আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন উপলক্ষে দাবিটি জোরালোভাবে তুলে ধরতে যাচ্ছেন তারা। ‘২০১৫ উত্তর এজেন্ডা : আদিবাসী জাতিসমূহের জীবনধারা উন্নয়ন নিশ্চিতকরণ’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তির দ্রুত বাস্তবায়নসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি চাই’ শ্লোগান তুলে আন্দোলন জোরদার করতে পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে ৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করতে যাচ্ছেন আদিবাসীরা।দিবসটি উপলক্ষে তিন পার্বত্য জেলা, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। ইতোমধ্যে কর্মসূচি জোরালোভাবে পালনের জন্য রাজধানী ঢাকায় অবস্থান নিয়েছেন বাংলাদেশ আদিবাসী ফোরাম সভাপতি ও পার্বত্য আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমাসহ আদিবাসীদের শীর্ষ নেতারা। দিবসটি উপলক্ষে এর মধ্যে ঢাকার সুন্দরবন হোটেলে এক সংবাদ সম্মেলনও করেছেন সন্তু লারমা। সুশীল প্রসাদ চাকমা/এসএস/এমআরআই
Advertisement