অর্থনীতি

এশিয়ান টাইগার সন্ধানী লাইফ ফান্ডের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ট্রাস্টি ইউনিট হোল্ডারদের জন্য ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়।

Advertisement

মিউচ্যুয়াল ফান্ডটির ট্রাস্টি ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে এই মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ১ টাকা ২৭ পয়সা। আর বাজার মূল্যে ইউনিটপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩ টাকা ৪৭ পয়সা এবং ক্রয় মূল্য ইউনিটপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১২ টাকা ৬৮ পয়সা। চলতি বছরের ৩০ জুন শেষে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১ টাকা ২৬ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে মঙ্গলবার ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট মূল্যের ক্ষেত্রে কোনো সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ ফান্ডটির ইউনিট মূল্য যত খুশি বাড়াতে পারবে অথবা যত খুশি কমাতে পারবে।

Advertisement

এমএএস/এমআরএম/আরআইপি