অর্থনীতি

ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা

হোল্ডারদের জন্য ৯ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ইউনিট। সোমবর ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

Advertisement

মিউচ্যুয়াল ফান্ডাটির ট্রাস্টি চলতি বছরের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ সেপ্টেম্বর।

এ বছরের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে এই মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি মুনাফা হয়েছে ৯৭ পয়সা। আর বাজার মূল্যে ইউনিটপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ৯৬ পয়সা এবং ক্রয়মূল্য ইউনিটপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা। চলতি বছরের ৩০ জুন শেষে মিউচ্যুয়াল ফান্ডটির ইউনিটপ্রতি পরিচালন নগদ প্রবাহ দাঁড়িয়েছে ২ টাকা ৫০ পয়সা।

লভ্যাংশ ঘোষণার কারণে আগামীকাল মঙ্গলবার ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট মূল্যের ক্ষেত্রে কোন সার্কিট ব্রেকার থাকবে না। অর্থাৎ ফান্ডটির ইউনিট মূল্য যত খুশি বাড়তে পারবে অথবা যত খুশি কমতে পারবে।

Advertisement

এমএএস/জেডএ/এমএস