ফিচার

সোশ্যাল মিডিয়ার ভুয়া খবর চিনবেন যেভাবে

বর্তমান অনলাইন প্রযুক্তির কল্যাণে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন খবর চলে আসে। খবর আসতেই পারে, সেটা সমস্যা নয়। সমস্যাটা হচ্ছে- খবরটি সঠিক কিনা? সেটা বুঝতে নিজেকে একটু সচেতন হতে হবে। ভুয়া খবরকে বিশ্বাস করার আগে কয়েকটি বিষয়ে যাচাই করুন। তাহলেই জানতে পারবেন খবরটি ভুয়া না সঠিক। তাই সোশ্যাল মিডিয়ার ভুয়া খবর চেনার ১০টি উপায় জানিয়েছেন বিশেষজ্ঞরা। আসুন জেনে নেই উপায়গুলো-

Advertisement

১. ভুয়া খবরের শিরোনামে পাঠককে চমকে দিতে অবাস্তব কথাবার্তা লেখা হয়ে থাকে। শেষে দাঁড়ির বদলে একটি বিস্ময়সূচক চিহ্ন দেওয়া হয়ে থাকে।

> আরও পড়ুন- ফেসবুক তারকা হতে চাইলে!

২. সন্দেহজনক ইউআরএল অর্থাৎ ওয়েবসাইটের ঠিকানা দেখলে মূল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষা করা উচিত।৩. যে সূত্রে খবরটি আসছে সেটি কতটা নির্ভরযোগ্য তা যাচাই করা জরুরি।৪. ভুয়া খবর ছড়ানো ওয়েবসাইটগুলোতে বানান ভুল থাকে, খবরের ফরম্যাটে গণ্ডগোল থাকে।৫. ভুয়া খবরে ব্যবহৃত ছবি বা ভিডিওতে অনেক কারসাজি করা থাকে। সন্দেহ হলে যাচাই করা উচিত।৬. ভুয়া খবরগুলোতে অনেক সময় ঘটনার দিনক্ষণে পরিষ্কার অসঙ্গতি চোখে পড়ে।৭. লেখকের পরিচয় যাচাই করা উচিত। নাম ছাড়া লেখা কোনো সংবাদ নিয়ে সন্দিহান হতে হবে।৮. অন্য কোনো সংবাদমাধ্যমে সে খবর প্রকাশিত না হলে সেটি ভুয়া হওয়ার সম্ভাবনা প্রবল।৯. খবর আসল নাকি কৌতুক সেটা বিবেচনা করা উচিত। সূত্রটি কৌতুকপূর্ণ খবর ছড়ায় কিনা তা পরীক্ষা করুন।১০. কোনো খবর পড়ার পর চিন্তা করুন। বিশ্বাসযোগ্য মনে হলেই শুধু শেয়ার করবেন, না হলে নয়।

Advertisement

এসইউ/পিআর