দৈনিক জনকণ্ঠের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় অ্যাডভোকেট অন রেকর্ড থেকে সরে দাঁড়ালেন আইনজীবী শোয়েব। সংশ্লিষ্ট সুত্র জানায়, সহকারী অ্যাটর্নি জেনারেল এম শোয়েব খান জনকণ্ঠের অ্যাডভোকেট অন রেকর্ড থেকে সরে দাড়ানোর প্রেক্ষিতে আইনজীবী শিরিন আফরোজকে নতুন অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে নিয়োগ দিয়েছে দৈনিক জনকণ্ঠ কতৃপক্ষ।শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, রোববারের আপিল বিভাগের কার্যতালিকায় দৈনিক জনকণ্ঠের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড হিসেবে শিরিন আফরোজের নাম রয়েছে।এর আগে গত ৩ আগস্ট সহকারী অ্যাটর্নি জেনারেল এম শোয়েব খান জনকণ্ঠের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ায় আপত্তি জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রাষ্ট্রীয় (সরকারের) আইনজীবী হয়ে দৈনিক জনকণ্ঠের পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ায় এম শোয়েব খানকে শোকজ করেন প্রধানবিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। শোকজ নোটিশে তার অ্যাডভোকেট অন রেকর্ড সনদ কেন বাতিল করা হবে না তা ৪৮ ঘণ্টার মধ্যে জানাতে চান আদালত। তবে তার আগে তাকে জনকণ্ঠ পত্রিকার পক্ষ থেকে সরে আসার আহ্বান জানান প্রধান বিচারপতি। তাকে সরে গিয়ে আদালত অন্য কাউকে জনকণ্ঠের অ্যাডভোকেট অন রেকর্ড করতে বলেন।গত ২৯ জুলাই বিএনপি নেতা সালাহ উদ্দিন কদের চৌধুরীর মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণার পর আদালত অবমাননার অভিযোগে দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়ের বিরুদ্ধে রুল জারি করেন সুপ্রিম কোর্ট।প্রসঙ্গত, চলতি মাসের ১৬ জুলাই ‘সাকার পরিবারের তৎপরতা - পালাবার পথ কমে গেছে’ শিরোনামে একটি কলাম প্রকাশ করে দৈনিক জনকণ্ঠ। যার লেখক পত্রিকাটির নির্বাহী সম্পাদক স্বদেশ রায়।নোটিশ জারির পরে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচার বিভাগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক জনকণ্ঠে। যাতে বিচার বিভাগ সম্পর্কে কুৎসা রটনামূলক লেখা হয়েছে। এটা আদালতকে প্রশ্নবিদ্ধ করার জন্য। এ কারণে আদালত তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা জানতে চেয়ে স্ব-প্রণোদিত হয়ে রুল জারি করেছেন। এফএইচ/এসকেডি/এমআরআই
Advertisement