আন্তর্জাতিক

লিঙ্গ পরিবর্তনে রূপান্তরকামীদের ২ লাখ রূপি দেবে কেরালা সরকার

ভারতের কেরালায় লিঙ্গ পরিবর্তন করতে চাইলে প্রত্যেক রূপান্তরকামীকে ২ লাখ টাকা করে দেয়া হবে। সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে দেয়া সরকারি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে উল্লেখ করা হয়েছে কোনো রূপান্তরকামী যদি তার লিঙ্গ পরিবর্তন করতে চান তাহলে সরকার তাকে দুই লাখ রূপি দেবে। এতে আরও বলা হয়েছে, যারা ইতোমধ্যেই নিজেদের লিঙ্গ পরিবর্তন করেছেন তারাও এই টাকা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন তার ফেসবুক পেজে সরকারিভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এতে তিনি উল্লেখ করেছেন ‘যেসব রূপান্তরকামী অর্থাভাবে লিঙ্গ পরিবর্তন করতে পারছেন না, তারা যেন চিন্তা না করেন। সরকার তাদের পাশে রয়েছেন।’

এর আগে কেরালায় রূপান্তরকামীদের শিক্ষা এবং কর্মসংস্থানেরও যাবতীয় দায়িত্ব নিয়েছে রাজ্য সরকার।

Advertisement

ভারতের মধ্যে কেরালাই প্রথম রাজ্য যেখানে রূপান্তরকামীদের জন্য সরকারিভাবে বিশেষ সুবিধা চালু করা হয়েছে। রাজ্যের সব সরকারি কলেজে রূপান্তরকামীদের জন্য প্রতিটি ক্লাসে দুটি করে আসন সংরক্ষিত আছে।

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর

এমএমজেড/জেআইএম

Advertisement