জাতীয়

পিরোজপুরের পথে নিলয়ের মরদেহ

রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় নিহত ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়-এর মরদেহ পিরোজপুরে নিয়ে যাওয়া হচ্ছে। শনিবার দুপুর সোয়া  ১টার দিকে তার স্বজনরা মরদেহ নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশে রওয়ানা হয়েছেন। শনিবার স্থানীয় শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।নিহত ব্লগার নিলয়ের বোন দেব জ্যোতি জানান, নিলয়ের স্ত্রী আশা মনি রাজধানী গোরানের বাসা ছেড়ে লালবাগে এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছেন। ওই হত্যাকাণ্ডের পর থেকে আশা মনি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর উত্তর গোড়ান এলাকায় নিজ বাসায় নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয় নামের ব্লগারকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্লগার নিলয় হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে ভারতীয় উপমহাদেশে আল কায়েদার শাখা `আনসার আল ইসলাম` নামের একটি সংগঠন। এদিকে এ সংগঠনটির অস্তিত্ব আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে সংগঠনটি বাংলাদেশে কোনো কার্যক্রম পরিচালনা করছে কি-না তাও খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ।জেইউ/এসআইএস/আরআইপি

Advertisement