রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম শফিউল ইসলাম লিলন হত্যার দ্রুত বিচার এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন অনু্ষ্ঠিত হয়।মানববন্ধনে সাংবাদদিকদের প্রশ্নের জবাবে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফয়জার রহমান বলেন, গত বছর ১৫ নভেম্বর অধ্যাপক লিলনকে হত্যা করা হয়। এর আগেও দুই শিক্ষককে হত্যা করা হয়েছিল। এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হত্যার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট হচ্ছে। তিনি আরো বলেন, আমরা পুলিশের সঙ্গে এ ব্যাপারে কথা বলেছি। তারা বলেছে আমরা তদন্ত করছি।তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এ হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসএস/এমআরআই
Advertisement