জাতীয়

গাড়িবহরে হামলা, পুলিশের দ্রুত সাড়ায় কৃতজ্ঞতা বার্নিকাটের

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িকে লক্ষ্য করে মোটরসাইকেল আরোহীসহ একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। পুলিশের দ্রুত সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মার্শিয়া বার্নিকাট। রোববার মার্কিন দূতাবাসের দেয়া বিবৃতিতে এ কথা জানানো হয়।

Advertisement

বলা হয়, গতকাল রাতে রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকায় হামলায় রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, তার গাড়িচালক ও নিরাপত্তা কর্মকর্তাদের কোনো ক্ষতি না হলেও দুটি গাড়ির কিছুটা ক্ষতি হয়েছে।

এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালনের জন্য ঢাকা মহানগর পুলিশ ও নিরাপত্তা কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে মার্কিন দূতাবাস।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার জানান, ‘রাত ১১টার দিকে উনি (বার্নিকাট) যখন বাসা থেকে বেরিয়ে উনার গাড়িতে উঠছিলেন তখন একদল লোক হামলা করে।’

Advertisement

জানা গেছে, হামলাকারীরা গাড়ি আটকাতে চেয়েছিল, কিন্তু এটি দ্রুত বেরিয়ে যায়। তখন হামলাকারীরা গাড়ির পেছনে ধাওয়া করে ঢিল ছোড়ে।’

ঘটনার পরপরই জরুরি হেল্পলাইন ৯৯৯ এ ফোন করে পুলিশের সহায়তা চান বদিউল আলম।

বদিউল আলম দুপুরে মোহাম্মদপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন। ওসি বলেন, ‘আমরা লিখিত অভিযোগ পেয়েছি। খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছি।’

এমআরএম/জেআইএম

Advertisement