জাতীয়

এ পর্যন্ত বিমানের ১৩ হজ ফ্লাইট বাতিল

অব্যাহত যাত্রী সঙ্কটের কারণে শনিবার রাতের ১টিসহ এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মোট ১৩টি হজ ফ্লাইট বাতিল করেছে। আজ (রোববার) আরও ফ্লাইট বাতিলের ঘোষণা আসতে পারে বলে আশঙ্কা করছে বিমান।

Advertisement

সংশ্লিষ্টরা জানিয়েছেন বার বার তাগাদা দেয়া সত্ত্বে ও হজ এজেন্সিগুলো যথাসময়ে টিকিট না কেনায় একের পর এক ফ্লাইট বাতিলের মতো অনাকাক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যাত্রী স্বল্পতা ও ফ্লাইট বাতিলের কারণে এ পর্যন্ত বিমানের ক্যাপাসিটি লস হয়েছে ৬ হাজারের ওপরে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ জানান, বিমান প্রতিদিনই ৫২৮টি হজ এজেন্সিকে ই-মেইলের মাধ্যমে কোনো ফ্লাইটে কত আসন খালি আছে সে বিষয়ে আপডেট তথ্য জানাচ্ছে এবং দ্রুত টিকিট কেনার তাগিদ দিয়ে যাচ্ছে। কিন্তু অধিক মুনাফালোভী বেশ কয়েকটি হজ এজেন্সি এখনও বাড়ি ভাড়া করতে পারেনি। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বাড়িভাড়া ও ভিসার আগেই টিকিট কেনার নির্দেশনা থাকলেও অনেক এজেন্সি এখনও তাদের নির্ধারিত টিকিট সংগ্রহ করেনি।

হজ শুরুর ৫০ দিন আগেই বিমানের হজ টিকিট বিক্রয় কার্যক্রম শুরু হলেও এজেন্সিগুলো সময় মতো টিকিট সংগ্রহ না করায় এখনও ডেডিকেটেড হজ ফ্লাইটের ৫ হাজারের মতো টিকিট অবিক্রিত রয়েছে।

Advertisement

উল্লেখ্য এবছর সৌদি কর্তৃপক্ষ বিমানের জন্য নির্ধারিত স্লটের বাইরে অতিরিক্ত কোনো স্লট বরাদ্দ দেবে না বলে জানিয়ে দিয়েছে। ফলে ফ্লাইট বাতিলের ধারা অব্যাহত থাকলে সব হজ যাত্রীর সৌদি আরবে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়বে বলে আশঙ্কা করছে বিমান কর্তৃপক্ষ।

আরএম/এমএমজেড/জেআইএম