ব্রণ হবে আর চিহ্ন রেখে যাবে না, তাই কি হয়! ব্রণ যদিওবা চলে যায়, এর দাগ কিন্তু নাছোড়বান্দা। আর এই দাগের কারণে নষ্ট হয় চেহারার স্বাভাবিক সৌন্দর্য। বাজার থেকে কেনা ক্রিমের ওপর ভরসা না করে বরং ঘরোয়া উপাদানেই সারিয়ে ফেলুন ব্রণের দাগ। রইলো টিপস-
Advertisement
চন্দন গুঁড়ার সঙ্গে একটু গোলাপজল মিশিয়ে মুখে লাগান। এরপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।
আরও পড়ুন
ত্বকের ডেডসেল দূর করার উপায়শুধু মধুও প্রতিদিন দাগের উপরে লাগাতে পারেন। এতে করে দাগ কমে আসবে। তবে খেয়াল রাখবেন আপনার ত্বকে মধুর ব্যবহারে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কিনা।
Advertisement
তৈলাক্ত ও সাধারণ ত্বকে শশার রস, আলুর রস দিয়ে দশ মিনিট রেখে ধুয়ে ফেলুন। প্রতিদিন এই রস ব্যবহার করতে পারেন।
শুধুমাত্র তৈলাক্ত ত্বকে টক দই, লেবুর রস ও আটা মিশিয়ে প্যাক তৈরি করে নিন। সপ্তাহে দুইদিন এটি ব্যবহার করুন।
অ্যালোভেরার রস প্রতিদিন দাগের জায়গায় লাগালে দ্রুত কমে যাবে।
তৈলাক্ত ত্বকে মুলতানি মাটি, লেবুর রস ও টকদই মিশিয়ে ব্যবহার করুন। এতে উজ্জ্বলতা বাড়বে, দাগও কমবে।
Advertisement
মিশ্র ও সাধারণ ত্বকে দাগ হলে ল্যাভেন্ডার তেল লাগাতে পারেন।
যেকোনো ত্বকের দাগ কমাতে পাকা কলার পেস্ট ব্যবহার করতে পারেন।
রসুন ও লবঙ্গের মিশ্রণ করে প্রতিদিন রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। সকালে উঠে মুখ ধুয়ে ফেলুন।
নারকেল তেল ও টি-ট্রি অয়েল প্রতিদিন দুইবার করে দাগের জায়গায় ব্যবহার করা যেতে পারে।
আরও পড়ুন
মেয়েদের মুখে অতিরিক্ত লোমের সমস্যা দূর করবেন যেভাবেটমোটোর রস মুখে লাগিয়ে ১০-১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। এতেও দাগ দূর হয়।
কাঁচা হলুদ ও মধুর মিশ্রণ ব্যবহার করতে পারেন।
এইচএন/আরআইপি