রাজধানীর জিগাতলায় উচ্ছৃঙ্খল যুবকদের লক্ষ্য করে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। রোববার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
Advertisement
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে জাপান বাংলাদেশ হাসপাতাল ও ধানমন্ডি লেকের পাশ দিয়ে শতাধিক যুবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের দিকে এগিয়ে যায়। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পাল্টা জবাবে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে যুবকদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে আওয়ামী লীগের নেতাকর্মীরা সভাপতির রাজনৈতিক কার্যালয়ের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
পুলিশকে এ সময় সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়। সেখানে থমথমে পরিবেশ বিরাজ করছে। যান ও সাধারণের চলাচল প্রায় বন্ধ রয়েছে।
Advertisement
গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যুর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। গত বৃহস্পতিবার থেকে অঘোষিত ধর্মঘট শুরু করেন পরিবহন মালিক-শ্রমিকরা। গণপরিবহন চলাচল না করায় চরম ভোগান্তিতে পড়েন রাজধানীবাসী।
এমইউ/এমএএস/জেআইএম