নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা।
Advertisement
আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, আমাদের দেশের প্রায় প্রতিনিয়ত হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে। আমরা এসব ঘটনার অবসান চাই। সড়ক পথ নিরাপদ চাই।
এ সময় তারা আরও বলেন, আমাদের ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী ঝিনাইদহ-কুষ্টিয়া শহরে থাকে। চালকদের অদক্ষতা ও ফিটনেস বিহীন গাড়ির কারণে তাদের প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। আমারা এ বিষয়ে প্রশাসনের দৃশ্যমান ও সুনির্দিষ্ট পদক্ষেপ চাই।
ফেরদাউসুর রহমান সোহাগ/আরএ/জেআইএম
Advertisement