রাজধানীতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মহাসড়ক অবরোধ করে রেখেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টা থেকে রুয়েট প্রধান ফটকের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে অবস্থান নেন তারা।
Advertisement
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী তাইবা সিনু বলেন, ছোট ছোট ভাই বোনদের ওপর প্রশাসনের যে হামলা তার বিচার চাইতেছি। আমাদের দাবি হলো আমরা একটি নিরাপদ দেশ চাই এবং নিরাপদ সড়ক চাই।
এর আগে শনিবার রাতে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে তিন দফা দাবি নিয়ে রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন রুয়েটের শিক্ষার্থীরা।
এদিকে আন্দোলন চলাকালে কোনো যানবাহন চলতে দেখা যায়নি।
Advertisement
আরএ/এমএস