আন্তর্জাতিক

সৌদিতে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

ইয়েমেনের হুদায়দা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলার পাল্টা প্রতিশোধ নিতে দেশটির সেনাবাহিনী সৌদি আরবের দক্ষিণ অংশে বেশ কিছু ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

Advertisement

ইয়েমেনের স্থানীয় গণমাধ্যম বলছে, স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় দেশটির সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিম অংশের জিজান, নাজরান এবং আসির এলাকায় গত দুদিনে অন্তত পাঁচটি যিলযাল প্রকৃতির ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সৌদি আরবের অব্যাহত হামলার প্রতিশোধ নিতে রিয়াদে ইয়েমেনি বাহিনী নিয়মিত ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। তবে ইয়েমেনি বাহিনীর এসব পাল্টা হামলায় হতাহত হয়েছে কি-না বা কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যায়নি।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি নেতৃত্বাধীন জোটের হামলায় প্রায় ৬ লাখ বেসামরিক ব্যক্তি হতাহত হয়েছেন। জাতিসংঘ বলছে, ইয়েমেনের ২ কোটি ২০ লাখ মানুষের জন্য জরুরিভিত্তিতে খাদ্য সহায়তার প্রয়োজন। এদের মধ্যে ৮৪ হাজার ব্যক্তি প্রচণ্ড ক্ষুধায় জীবন যাপন করছে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে।

Advertisement

এসআইএস/জেআইএম