‘কোমলমতি শিক্ষার্থীদের প্রতি সহিংসতা নয়, ভালোবাসা দিয়ে তাদের মন জয় করতে হবে। তারা আমাদের সন্তান। এই অল্প বয়সে তারা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করছে দেখে আমি মুগ্ধ হয়েই তাদেরকে এই লাল গোলাপ দিয়ে ভালোবাসা জানালাম। সেই সঙ্গে তাদের নিরাপত্তার জন্য সবসময় পাশে থাকবে ঠাকুরগাঁও জেলা পুলিশ।’
Advertisement
এভাবেই কথাগুলো বলছিলেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা।
রাজধানীতে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদ এবং ৯ দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করার সময় জেলা পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দেন পুলিশের এই কর্মকর্তা।
শনিবার দুপুরে ঠাকুরগাঁওয়ের চৌরাস্তা মোড়ে শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয় প্রায় শতাধিক শিক্ষার্থী। এ সময় সকলের হাতে লাল গোলাপ দেখা যায়।
Advertisement
মানববন্ধন স্থলে উপস্থিত হয়ে ওসি আব্দুল লতিফ মিঞা কোমলমতি শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করেন এবং সবসময় তাদের পাশে থাকার অঙ্গীকার করেন। পরে মানববন্ধন শেষে শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা বাড়ি ফিরে যায়।
রবিউল এহসান রিপন/আরএআর/আরআইপি