আন্তর্জাতিক

আফগানিস্তানে মসজিদে জোড়া আত্মঘাতী হামলায় নিহত ৩৯

আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শিয়া মসজিদে জোড়া আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ৩৯ জন নিহত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এসব হামলায় আহত হয়েছে আরও বহু মানুষ।

Advertisement

পাক্তিয়া প্রদেশের পুলিশের মুখপাত্র সর্দার ওয়ালি তাবাসুম বলেন, শুক্রবার জুম্মার নামাজের সময় রাইফেল বহনকারী হামলাকারীরা গারদেজ শহরের খাজা হাসান মসজিদে প্রবেশ করে।

তারা তাদের সঙ্গে থাকা বিস্ফোরকে বিস্ফোরণ ঘটানোর আগে নামাজরত মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আবদুল্লাহ হজরত বলেন, মসজিদ প্রাঙ্গণ থেকে জরুরি বিভাগের সদস্যরা ৩৯টি মৃতদেহ উদ্ধার করেছেন। তিনি আরও জানিয়েছেন, হামলায় কমপক্ষে ৮১ জন আহত হয়েছে।

Advertisement

আল জাজিরার খবরে জানানো হয়েছে, হামলার সময় মসজিদের ভেতরে শতাধিক মানুষ জুম্মার নামাজ আদায় করছিলেন। এখনও পর্যন্ত কোন গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি।

ওই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। তিনি এই হামলাকে অমানবিক বলে উল্লেখ করেছেন।

টিটিএন/আরআইপি

Advertisement