শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তাদের দাবিগুলো বাস্তবায়নে সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। এখন শিক্ষার্থীদের উচিত রাজপথ ছেড়ে ক্লাসে ফিরে যাওয়া।
Advertisement
শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা দুঃখজনক উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, সরকার নিহত শিক্ষার্থীদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করেছে।
তিনি বলেন, দিনের পর দিন রাস্তাঘাট বন্ধ করে মানুষকে দুর্ভোগে ফেলা আন্দোলনের কোনো পদ্ধতি হতে পারে না। এটা শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আশা করছি এবার শিক্ষার্থীরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাবে। পর্যায়ক্রমে তাদের সকল দাবি বাস্তবায়ন করা হবে।
Advertisement
এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ড. তৌফিক রহমান ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন উপস্থিত ছিলেন।
ছামির মাহমুদ/এফএ/আরআইপি