জাতীয়

আনসার আল ইসলামের অস্তিত্ব নিয়ে সন্দেহে পুলিশ

রাজধানীর গোড়ানে ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নিলয় হত্যাকাণ্ডের দায় স্বীকারকারী জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।শনিবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম সাংবাদিকদের জানান, ব্লগার নিলয় হত্যাকাণ্ডের দায় স্বীকারকারী সংগঠন আনসাল আল ইসলামের আদৌও কোনো অস্তিত্ব আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। তাদের অস্তিত্ব খুঁজতে ইতিমধ্যে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ।এর আগে শুক্রবার রাজধানীর উত্তর গোড়ান এলাকায় নিজ বাসায় নিলয়কে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। এদিন রাতেই গণমাধ্যমগুলোকে একটি ই-মেইল দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামে একটি সংগঠন।এ হত্যাকাণ্ডের বিষয়ে ডিসি সাংবাদিকদের বলেন, প্রত্যেকবারই ব্লগার হত্যার ঘটনার সংগঠনটি দায় স্বীকার করে। এপর্যন্ত সংগঠনটির কোন সদস্যকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে এবার এই সংগঠনের ব্যাপারে জোরালোভাবে মাঠে নেমেছে গোয়েন্দা দল। তবে এদের নাম ব্যবহার করে অন্য কোন সংগঠন হত্যাকাণ্ড ঘটাচ্ছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে।নিলয়ের এনজিওতে কারও সঙ্গে তার শত্রুতা ছিল কিনা তাও খতিয়ে দেখা হবে। যদি কোনো থানার পুলিশ সদস্য জিডি না নিয়ে থাকে, তবে তাদের বিরুদ্ধে যথাযথ আইনী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান উপ-কমিশনার। মামলার অগ্রগতি প্রসঙ্গে মুনতাসিরুল ইসলাম বলেন, ‘আশা করছি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে।’এআর/এসকেডি/এমএস

Advertisement