টানা পাঁচ সপ্তাহ পতনের পর গত সপ্তাহে মূল্য সূচকের উত্থান ঘটেছে দেশের শেয়ারবাজারে। সপ্তাহের পাঁচ কার্যদিবসে (২৯ জুলাই থেকে ২ আগস্ট) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বেড়েছে প্রায় দুই শতাংশ। তবে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে।
Advertisement
সূচকের বড় উত্থানের কারণে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধনের পরিমাণও বেড়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৮৬ হাজার ৮২৬ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৮৩ হাজার ২২৩ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ৩ হাজার ৬০৩ কোটি টাকা বাজার মূলধন বেড়েছে।
এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৯৪ দশমিক ৬২ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ৩২ দশমিক ২৫ পয়েন্ট বা দশমিক ৬০ শতাংশ।
অপর দু'টি সূচকের মধ্যে গত সপ্তাহে ডিএসই-৩০ বেড়েছে ৮ দশমিক ৭৩ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৩ দশমিক ৯৫ পয়েন্ট বা দশমিক ৭৩ শতাংশ।
Advertisement
আর ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ২ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে এ সূচকটি কমে ১৩ দশমিক ৩১ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৫ শতাংশ।
গত সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে ১৮১টির দাম আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। অপরদিকে দাম কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।
এদিকে সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৬৮৫ কোটি ৮০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৮৯০ কোটি ৯৪ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ২০৫ কোটি ১৪ লাখ টাকা বা ২৩ দশমিক শূন্য ৩ শতাংশ।
আর গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৪২৯ কোটি ১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ৪৫৪ কোটি ৭২ লাখ টাকা। সে হিসাবে মোট লেনদেন কমেছে ১ হাজার ২৫ কোটি ৭১ লাখ টাকা।
Advertisement
গত সপ্তাহে মোট লেনদেনের ৮৮ দশমিক ৮৯ শতাংশই ছিল ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের দখলে। এছাড়া বাকি ৬ দশমিক ৮২ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৩ দশমিক ২৪ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের এবং ১ দশমিক শূন্য ৫ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানির শেয়ারের।
সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশনের শেয়ার। কোম্পানিটির ১২০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৩ দশমিক ৫২ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা বিবিএস ক্যাবলসের শেয়ার লেনদেন হয়েছে ১২০ কোটি ২৬ লাখ টাকা, যা সপ্তাহের মোট লেনদেনের ৩ দশমিক ৫১ শতাংশ। ১০৮ কোটি ৭৭ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সায়হাম টেক্সটাইল।
লেনদেনে এরপর রয়েছে- ফরচুন সুজ, কেডিএস এক্সেসরিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, ইফাদ অটোস, দি পেনিনসুলা চিটাগাং, লিগাসি ফুটওয়্যার এবং প্যাসেফিক ডেনিম।
এমএএস/এমআরএম/এমএস