চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক সীমান্ত থেকে ৬০০ বোতল ফেনসিডিল ও ১৭ বোতল ভারতীয় উন্নতমানের মদসহ রাজকুমার (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। রাজকুমার উপজেলার শিংনগর গ্রামের বিরেন হালদারের ছেলে। বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে রাজাপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর সীমান্ত থেকে ১৭ বোতল মদসহ রাজকুমারকে আটক করে। এর আগে সন্ধ্যা ৭টার দিকে দর্শনা নিমতলা বিজিবি ক্যাম্পের নায়েক হাজী আব্দুল হান্নান সঙ্গীয় ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে হালদারপাড়া সীমান্তের একটি পাটক্ষেতে ওৎ পেতে ছিল। এ সময় ৫-৬ জন চোরাকারবারী তাদের দেখে ৫টি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে ৬০০ বোতল ফেনিসিডিল উদ্ধার করা হয়। সালাউদ্দিন কাজল/এসএস/এমএস
Advertisement