জাতীয়

সড়ক দুর্ঘটনা বন্ধে নাগরিক সমাজের ২১ দফা

দুর্ঘটনার নামে সড়কপথে ‘মানুষ হত্যা’ বন্ধ, হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা, নিরাপদ সড়ক প্রতিষ্ঠা এবং দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের জবাবদিহীতা নিশ্চিত করাসহ মোট ২১ দফা দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

Advertisement

শুক্রবার বেলা ১১টায় জাতীয় জাদুঘরের সামনে নাগরিক সমাজের আয়োজনে এক নাগরিক সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। নাগরিক সমাবেশে ৩২টি সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, বাংলাদেশের সড়কপথ এখন এক আতঙ্কের নাম। বিরাট উদ্বেগের মধ্যে নিপতিত সারাদেশ। অব্যাহতভাবে সড়ক দুর্ঘটনায় ছাত্র-শিক্ষকসহ সকল শ্রেণি পেশার মানুষ মারা যাচ্ছে। একে দুর্ঘটনা না বলে ‘হত্যা’ বলাই সঙ্গত। অদূর ভবিষ্যতে এ মৃত্যুর মিছিল থামার কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না, বরং তা বাড়ছে।

তারা আরও বলেন, সড়ক পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণকারীদের অধিক মুনাফা প্রীতি ও পরিবহন নৈরাজ্য এ অবস্থার জন্য দায়ী। স্বল্প সময়ে অধিক উপার্জনের উদ্দেশ্যে সড়ক পরিবহন নৈরাজ্য সৃষ্টি করতে স্বার্থান্বেষী গোষ্ঠী সদা ব্যস্ত। এ কাজে শ্রমিকদের ব্যবহার করা হলেও তারা সুবিধা বঞ্চিত। সব মিলে দুষ্টু চক্র আমাদের পেছন দিকে নিয়ে যাচ্ছে।

Advertisement

নাগরিক সমাজের উত্থাপিত ২১ দফা দাবি হলো-

১. নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসহ ক্ষতিপূরণ প্রদান করতে হবে২. দুর্ঘটনার জন্য দায়ীদের কঠোর শাস্তি দিতে হবে৩. সরকারের দায়িত্বপ্রাপ্তদের দায়িত্বশীল আচরণ করতে হবে৪. শিক্ষার্থীদের নিরাপদে যাতায়াতের জন্য প্রতিটি কমিউনিটিতে সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান নিশ্চিত করতে হবে যাতে প্রতিদিনই তাদের প্রধান সড়ক পার হতে না হয়।৫. চলমান আন্দোলনে প্রতিবাদী শিক্ষার্থীদের ওপর নির্যাতন বন্ধ করতে হবে৬. মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর যুগোপযোগী সংশোধনী ও বাস্তবায়ন করতে হবে৭. পথচারী ও অযান্ত্রিক যানে নিরাপদে চলাচলের উপযোগী পরিবেশ তৈরি করতে হবে৮. উল্টোপথে গাড়ি চালানো বন্ধ করতে হবে৯. যথাযথভাবে ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় বিদ্যমান সড়কপথ পরিচালনা ও মেরামত করতে হবে১০. ভুয়া লাইসেন্সধারী চালকদের নিষিদ্ধ ও শাস্তি প্রদান এবং হেলপারদের দিয়ে হাড়ি চালানোয় সাজার বিধান চালু করতে হবে।

১১. পরিবহন মালিকদের জবাবদিহিতার আওতায় আনা এবং অপরাধের ভিত্তিতে শাস্তির বিধান চালু করতে হবে১২. ক্রটিযুক্ত ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চলাচল বন্ধ করতে হবে; এ বিষয়ে ব্যর্থ বা অনাগ্রহী ট্রাফিক পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করতে হবে১৩. গাড়ি চালকদের ট্রিপের পরিবর্তে মাসিক বেতনে নিয়োগের ব্যবস্থা চালু করতে হবে১৪. সড়ক ব্যবহারকারী সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে১৫. যানবাহনের গতি নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে১৬. বিআরটিএ’কে দালাল ও দুর্নীতিমুক্ত এবং কার্যকর করতে হবে১৭. রেল ও নৌ ব্যবস্থার আধুনিকায়ন ও সম্প্রসারণ করতে হবে এবং সড়ক নির্ভরতা কমাতে হবে১৮. প্রশিক্ষিত, দক্ষ চালক তৈরি করতে প্রতিটি জেলায় প্রশিক্ষণ একাডেমি চালু করতে হবে১৯. যাত্রী, যানবাহনের মালিক, চালক, আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতায় সড়ক দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে২০. পেশাদার চালকের ক্ষেত্রে সুনির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে মালিকপক্ষ থেকে নিয়োগপত্র প্রদানের ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং২১. পরিবহন ব্যবস্থা মনিটরিং করার জন্য নাগরিক সমাজের প্রতিনিধি সমন্বয়ে স্থানীয় ভিত্তিক তদারকি কমিটি গঠন করতে হবে।

নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট সভাপতি অধ্যাপক আবু সাঈদ, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান, জনকল্যাণ সংস্থার শিবলী আনোয়ার, সিপিডির সিনিয়র ফেলো ড. মোস্তাফিজুর রহমান, নারী গ্রন্হ প্রবর্তনার সভানেত্রী ফরিদা আক্তার, পুরান ঢাকা পরিবেশ উন্নয়ন ফোরামের আহ্বায়ক মো. সেলিম, সচেতন নগরবাসীর সভাপতি জি এম রস্তম আলী, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, পরিবেশ আন্দোলনের (বাপা) যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, বেসরকারি সংস্থা ‘ব্রতী’র প্রধান নির্বাহী কর্মকর্তা শারমীন মুরশিদসহ প্রমুখ।

Advertisement

জেইউ/আরএস/পিআর