আর্থিক অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক সংস্থা এলায়েন্স ফর ফাইনান্সিয়্যাল ইনক্লুশন (এএফআই) এর এশীয় অঞ্চলের প্রতিনিধির দায়িত্ব পালন করবে বাংলাদেশ ব্যাংক।ত্রিনিদাদ ও টোবাগোতে অনুষ্ঠিত সংস্থাটির গ্লোবাল পলিসি ফোরামের সভায় বাংলাদেশ ব্যাংক স্টিয়ারিং কমিটির সদস্য হিসাবে মনোনীত হওয়ায় এ দায়িত্ব পালন করবে। ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংকের সুপারিশে বাংলাদেশ স্টিয়ারিং কমিটির সদস্যপদ লাভ করে।প্রসঙ্গত, এ বছর মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের দ্রুত সম্প্রসারণ ও কার্যকরী নীতি নির্ধারণে ব্যাপক অবদান রাখায় বাংলাদেশ ব্যাংক সংস্থাটির পক্ষ থেকে এই পুরস্কার পায় । নীতিমালা নির্ধারণ এবং দ্রুত বাস্তবায়নের জন্য পলিসি বিভাগে এই পুরস্কার দেওয়া হয়।বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে জানা গেছে, বাংলাদেশে বর্তমানে মোবাইল ব্যাংকিং সুবিধা গ্রহণ করছে পৌনে দুই কোটিরও বেশি মানুষ। প্রতিমাসেই এ সংখ্যা বাড়ছে।উল্লেখ্য, মোবাইল ব্যাংকিংয়ে বিশ্বে বর্তমানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম অবস্থানে রয়েছে কেনিয়া।
Advertisement