জাতীয়

বাংলাদেশে বাক স্বাধীনতা সুরক্ষিত হতে হবে : ব্রিটেন

রাজধানীর গোড়ানে নিজের বাসায় খুন হওয়া ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় নিলয়য়ের খুনীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্যারোনেস অ্যানিলে। সেই সঙ্গে বাংলাদেশে বাক স্বাধীনতা সুরক্ষিত হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।শুক্রবার নিলয় হত্যাকাণ্ডের তিন ঘণ্টার মাথায় নিজের টুইটারে তিনি এ কথা বলেন।  জয়েস অ্যানিলে নামের টুইট অ্যাকাউন্ট থেকে লেখা পোস্টে তিনি বলেন, “ব্লগার নিলয় নীলের হত্যাকাণ্ডে আমি মর্মাহত। খুনীদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং বাংলাদেশে মুক্ত বাক জোরদারভাবে সুরক্ষিত হতে হবে।”প্রসঙ্গত, নিহত নিলয় গত দুই বছর ধরে ওই বাসায় বসবাস করে আসছিলেন তিনি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন বলে নিশ্চিত হওয়া গেছে।সাম্প্রদায়িকতা ও মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার এই ব্লগার ইস্টিশন ব্লগে লিখতেন নিলয় নীল নামে। গত কিছুদিন ধরে হুমকি পেয়ে আসছিলেন বলে ফেইসবুক থেকে নিজের সব ছবি সরিয়ে ফেলার পাশাপাশি ঠিকানার জায়গায় বাংলাদেশের বদলে লিখেছিলেন ভারতের কলকাতার নাম।এসকেডি/এমএস

Advertisement