শিক্ষা

রোববার এইচএসসির ফল প্রকাশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল কাল (রোববার) প্রকাশ করা হবে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দিবেন শিক্ষামন্ত্রী। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।উল্লেখ্য, গত ১ এপ্রিল এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে ১০ লাখ ৭৩ হাজার ৮৮৪ জন পরীক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেয়। মোট অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র পাঁচ লাখ ৭০ হাজার ৯শ ৯৩ ও পাঁচ লাখ ২ হাজার ৮৯১  ছাত্রী।এবারে ১৩টি বিষয়ের ২৫টি পত্রে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তত্ত্বীয় (লিখিত) পরীক্ষা ১১ জুন শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা ১৩ জুন শুরু হয়ে শেষ হয় ২২ জুন।এএইচ/এমএস

Advertisement