খেলাধুলা

নাম পরিবর্তন করলেন আফগান অধিনায়ক

জাতীয় পরিচয় সঙ্কটে ভুগছে আফগানিস্তানের নাগরিকরা। বছরের পর বছর, যুগের পর যুগ যুদ্ধ বিধ্বস্ত দেশটির মানুষদের জাতীয় পরিচয়ই যেন এখন সঙ্কটের মুখে পড়ে গিয়েছে। যে কারণে, দেখা যাচ্ছে নিজেদের জাতীয় পরিচয় সমুন্নত করতে দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আসগর স্টানিকজাই নিজের সামটাই পরিবর্তন করে ফেলেছেন। পরিবর্তন করে রেখেছেন, আসগর আফগান।

Advertisement

সন্ত্রাস, জঙ্গিবাদ, জাতিগত বিদ্বেষ আর দেশীয় ও আন্তর্জাতিকভাবে চাপিয়ে দেয়া একের পর এক যুদ্ধের কারণে বিধ্বস্ত পুরো আফগানিস্তান। এখনও প্রতিটি দিনই দেশটির নানা স্থানে আত্মঘাতি বোমা হামলায় প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। যে কারণে যুদ্ধ বিধ্বস্ত এই দেশটির নাগরিকরাও ভুগছে জাতীয় পরিচয় সঙ্কটে।

যুদ্ধ বিধ্বস্ত আফগানদের দেশের ভেতর এবং বাইরে ভুগতে হয় নানা সঙ্কটে। আফগানদের সাধারণ নাগরিক হিসেবে গণ্য করতেও যেন বাধে সভ্য দেশগুলোর নাগরিকদের। এ কারণে নিজেদের জাতীয় পরিচয় সমুন্ন করতে সোচ্চার হয়েছেন দেশটির জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আসগর। নিজের নামটাই পরিবর্তন করে ফেললেন তিনি। বিশ্বকে বুঝিয়ে দিতে চেয়েছেন, ‘তারা আফগানি, তাদেরও সমানভাবে নাগরিক অধিকার রয়েছে নিজের দেশে এবং দেশের বাইরে।’

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের টুইটার পেজে এই তথ্য জানিয়ে টুইট করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘আফগান নাগরিকদের জাতীয় পরিয় সমুন্নত করার জন্যই জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক আসগর স্টানিকজাই নিজের নাম পরিবর্তন করে রেখেছেন, আসগর আফগান। এটা অফিসিয়াল। কারণ, আসগর স্টানিকজাই নিজের ইলেক্ট্রনিক আইডি কার্ডে পরিবর্তন করে লিখেছেন আসগর আফগান।’

Advertisement

আইএইচএস/পিআর