জাতীয়

পদত্যাগের দাবি শিক্ষার্থীদের নয়, বিএনপির : শাজাহান খান

পদত্যাগের যে দাবি উঠেছে তা আন্দোলনরত শিক্ষার্থীদের নয় উল্লেখ করে নৌমন্ত্রী শাজাহান খান বলেছেন, এটা বিএনপির দাবি।

Advertisement

বৃহস্পতিবার (২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকেদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহনের বাস চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হন। ওই দিনই এ দুর্ঘটনার বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নৌমন্ত্রীর হাসির ছবি নিয়ে সমাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠে।

পরের দিন থেকে রাজধানীতে সড়ক অবরোধ করে ৯ দফা দাবি আদায়ে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের মানুষ পদত্যাগ চাইছেন শাজাহান খানের। পদত্যাগের দাবি জানিয়েছেন বিএনপির নেতারাও।

Advertisement

শাজাহান খান পরিবহন শ্রমিকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও শাজাহান খানকে প্রায়ই পরিবহন শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে স্বোচ্চার দেখা যায়।

আপনার পদত্যাগের কথা বলা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শাজাহান খান বলেন, ‘সেটা আপনাদের (সাংবাদিক) তৈরি কি-না জানি না। আমি একটা কাগজে দেখেছি, ফখরুল ইসলাম আমার পদত্যাগ দাবি করেছেন। আমার কাছে এর কোনো খবর নেই।’

আন্দোলনরত শিক্ষার্থীরা আপনার পদত্যাগ দাবি করেছেন- জানাতেই নৌমন্ত্রী বলেন, ‘৯ দফায় কোথাও আমার পদত্যাগের কথা নেই। ৯ দফায় যেটা আছে, ক্ষমা চাইতে হবে। আমি তাদের বলেছি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য।’

Advertisement

তিনি বলেন, ‘পদত্যাগের যে দাবি উঠেছে সেটা শিক্ষার্থীদের নয়, এটা বিএনপির দাবি। বিএনপি তো শেখ হাসিনারও পদত্যাগ চায়। বিএনপি আমাদের সবার পদত্যাগ চায়, সরকারের পদত্যাগ চায়। কাজেই বিএনপির এ দাবির ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না।’

শিক্ষার্থীরা বলেছেন আপনি পদত্যাগ করলে সমস্যা সমাধান হয়ে যাবে- এ বিষয়ে শাজাহান খান বলেন, ‘না না। এই ধরনের কোনো দাবি আমি শুনিনি। আমার কাছে ৯ দফা এখনও আছে, ৯ দফার কোথাও এটা নেই।’

গাড়ি বের করতে হ্যাঁও বলিনি, নাও বলিনি

এর আগে শাজাহান খান পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গার সঙ্গে বৈঠক করেন। রাঙ্গা বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি।

মসিউর রহমান রাঙ্গার সঙ্গে বৈঠকের বিষয়ে নৌমন্ত্রী বলেন, সারাদেশে গাড়ি চলাচলের ক্ষেত্রে মালিক-শ্রমিকরা যাতে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি না করে সে বিষয়ে ফোনে নির্দেশনা দেয়া হয়েছে।

মালিকদের কি গাড়ি বের করার জন্য বলেছেন- জানতে চাইলে তিনি বলেন, ‘মালিকদের গাড়ি বের করতে হ্যাঁও বলিনি, নাও বলিনি। যারা নিরাপত্তার অভাব বোধ করছেন, তারা গাড়ি বের করছেন না।’

সড়কে গাড়ি চেক হচ্ছে, আগে দেখা গেছে চেক হলে রাস্তায় গাড়ি থাকে না- এ বিষয়ে শাজাহান খান বলেন, ‘বাস্তবতা আপনারা নিজেরাও বোঝেন। কী আছে না আছে সেটা আপনারা বোঝেন। আমি এ ব্যাপারে আপাতত কোনো মন্তব্য করতে চাই না।’

আরএমএম/এমআরএম/এএইচ/জেআইএম