বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার ক্রিকেট কাউন্ট্রিকে দেওয়া এক সাক্ষাতকারে বলেছেন সফল অধিনায়ক হিসেবে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির চেয়ে মাশরাফি বিন মুর্তজা এগিয়ে।সৌম্য বলেন, এই দুজনকে (সৌরভ ও মাশরাফি) তুলনা করার আমি কেউ না। নেতা হিসেবে দুজনেই নিজেদেরকে প্রমাণ করেছে। সৌরভ দার সময়ে তার দলে শচিন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড় এবং ভিভিএস লক্ষণের মতো গ্রেট ক্রিকেটার ছিলেন। তাই তার কাজটাও অনেক সহজ ছিলো, কিন্তু মাশরাফির একটি দল রয়েছে। যে দলে তরুণ ও অভিজ্ঞদের মিশ্রণে সমন্বয় ঘটেছে। এমন একটা দলকে পরিচালনা করে ধারাবাহিক ইতিবাচক ফলাফল বের করে আনা সহজ কাজ নয়।মানুষ হিসেবেও পুরো জাতীয় দলে সবার শ্রদ্ধার পাত্র মাশরাফি বিন মুর্তজা। নিজে দলে না থাকেলেও অন্যান্য ক্রিকেটারদের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং দলের বাইরে থাকা অন্যান্য সদস্যদের খোঁজ নেওয়ার ব্যাপারে বেশ সিরিয়াস মাশরাফি। সৌম্যের কথা বাদ দিলেও পরিসংখ্যানের দিক থেকেও এগিয়ে মাশরাফি বিন মুর্তজা। একমাত্র টেস্টে নেতৃত্ব দিয়ে তুলে নিয়েছেন জয়। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ২৫টি ওয়ানডে ম্যাচে তিনি জয় এনে দিয়েছেন ১৭টিতে। টি-টোয়েন্টিতে তার অধিনায়কত্বে বাংলাদেশ দল খেলেছে পাঁচটি ম্যাচ যেখানেও একটি জয় রয়েছে।ম্যাচের দিক থেকে অবশ্য অনেকটাই এগিয়ে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। ৪৯ টেস্টে নেতৃত্ব দিয়ে জয় পেয়েছেন ২১টিতে। শতকরা হার ৪২.৮৫; ওয়ানডে ক্যারিয়ারে ১৪৬টি ম্যাচে তার নেতৃত্বে ভারত জয় পেয়েছে ২১ ম্যাচে ও হার ১৩ ম্যাচে। জয়ের হার ৫৩.৯০।এআরএস
Advertisement