অবিলম্বে নৌমন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্টের নেতারা।
Advertisement
বুধবার (১ আগস্ট) যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট প্রাক্তণ রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
যুক্তফ্রন্ট নেতারা বলেন, ছাত্রসহ অন্যদের বাস-ট্রাকের চাকায় পিষে মারার ঘটনা ঠেকানোর কোনো চেষ্টাই সরকার করছে না। এ সংকটের মূলে নৌমন্ত্রী ও তথাকথিত শ্রমিক নেতার পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও নৈরাজ্য।
যুক্তফ্রন্ট নেতারা বলেন, অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায়সংগত ৯ দফা দাবি-দাওয়া মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।
Advertisement
এইউএ/এএইচ/এমএস