রাজধানীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে গতকাল ৩১ জুলাই পর্যন্ত সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ডেঙ্গুতে আক্রান্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার ৮৬ জন।
Advertisement
এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট সাতজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে জুলাই মাসে সর্বোচ্চ ৭৩২ জন রোগী ভর্তি হয়। ওই মাসেই সর্বোচ্চ ৪ জনের মৃত্যু হয়। এর আগে জুন মাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৬৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদফতরের পাবলিক হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত প্রধান কর্মকর্তা ডা. আয়েশা আক্তার বুধবার জাগো নিউজকে এ তথ্য জানান। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন ২৯ জন। মোট আক্রান্তদের মধ্যে এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭১ জন।
ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ হাজার হলেও অনেকেই ডাক্তারের পরামর্শে বাসায় রেখে রোগীর চিকিৎসা করাচ্ছেন। সরেজমিন লালবাগ ও ধানমন্ডি এলাকার একাধিক ডায়াগনস্টি সেন্টার ঘুরে দেখা গেছে জ্বরাক্রান্ত রোগীরা ডেঙ্গু পজিটিভ কি-না তা দেখতে হাজার টাকা ফি দিয়ে রক্ত (ডেঙ্গু এমএস১) পরীক্ষা করাচ্ছেন।
Advertisement
আলাপকালে জানা গেছে ৩ দিন পার হওয়ার পরও জ্বর না কমায় ডেঙ্গু আতঙ্কে অনেকেই রক্ত পরীক্ষা করাচ্ছেন। তবে অধিকাংশ ক্ষেত্রেই ডেঙ্গু নেগেটিভ পাওয়া যাচ্ছে বলে ডায়াগনস্টিক ল্যাবরেটরি সূত্রে জানা গেছে।
এমইউ/এমআরএম/এমএস