অবশেষে প্রশাসনের হস্তক্ষেপে জায়গা দখলমুক্ত হওয়ার পর কাজে যোগ দিয়েছেন আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়েনর আন্দোলনরত শ্রমিকরা। এর ফলে স্বাভাবিক ছন্দে ফিরেছে আশুগঞ্জ নৌবন্দর।শুক্রবার সন্ধ্যায় পুলিশ ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের আলোচনার পর কাজে যোগ দেন আন্দোলনরত শ্রমিকরা। আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল খায়ের জাগো নিউজকে জানান, গত ১৫ বছর ধরে আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন আশুগঞ্জ গোলচত্ত্বরের একটি জায়গায় আমরা অফিসের কার্যক্রম পরিচালনা করে আসছি। কিন্তু গত ৪/৫ দিন আগে আশুগঞ্জ শ্রমিক লীগের নাম ভাঙিয়ে কয়েকজন লোক রাতের আঁধারে আমাদের জায়গার উপর সাইনবোর্ড লাগিয়ে দেয়। এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দর থেকে সকল প্রকার পণ্য লোড-আনলোড বন্ধ রাখেন শ্রমিকরা। পরে বিকেলে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে প্রশাসন। তিনি আরো জানান, শ্রমিক লীগের লাগানো সাইনবোর্ড সরানোয় সন্ধ্যা থেকে আন্দোলনরত আমাদের সকল শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জাগো নিউজকে বলেন, আশুগঞ্জ ট্রাক-ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক লীগের মধ্যকার জায়গা দখল নিয়ে সৃষ্ট সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে। শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।আজিজুল আলম সঞ্চয়/এআরএ/পিআর
Advertisement