বিনোদন

রওনক-সুমাইয়ার ‘চেহারা’

মাসফি ও কাজলের সম্পর্ক দীর্ঘ দিনের। বিয়েও ঠিক হয়ে আছে। কিন্তু সেই সম্পর্কে ফাটল ধরাতে চায় আজরা নামে একজন। সেও মাসফিকে ভালো বাসে। তবে সেটা আজরার তরফ থেকে এক তরফা। কাজল বেশ বিনয়ী মেয়ে, যা দেখে মুগ্ধ হয় মাসফি। দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়ের অনুষ্ঠান ও সম্পন্ন হয়। কিন্তু বাসর রাতে ঘটে বিপত্তি।

Advertisement

কারন কাজলের আচার-আচরন পুরোই বিপরীত মুখী। কথা বার্তায় ও আগের মতো মিল নেই। মাসফি তার পরিবার বেশ বে-কায়দায় পড়ে যায়। তাদের ধারণা এই মেয়েটি আসল কাজল নয়। কাজল রূপে অন্য কেউ। তাহলে আসল কাজল কে ? এমন গল্পেই নির্মিত হয়েছে নাটক ‘চেহারা’।

আহসান হাবিব সকালের রচনা ও দীপু হাজরার পরিচালনায় নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রওনক হাসানও সুমাইয়া শিমু। নাটকটিতে বর-কণের বেশে পাওয়া যাবে তাদের।

নাটকটিতে আরও অভিনয় করেছেন ড. ইনামুল হক, , নাফিজা চৌধুরী নাফা, মীর শহীদ, রাশেদা রাখী, রবিন, সোহানা সীমা, খালেদ সোহান, নিথর মাহবুব প্রমূখ। নাটকটি প্রযোজনা করেছেন খালেদ সোহান। আগামীকাল বৃহস্পতিবার রাত ৮ টায় নাটকটি আর টিভিতে প্রচারিত হবে।

Advertisement

এমএবি/এলএ/পিআর