দেশজুড়ে

মাগুরায় ৯ আগস্ট থেকে স্মার্টকার্ড বিতরণ শুরু

আগামী ৯ আগস্ট বৃহস্পতিবার থেকে মাগুরায় স্মার্টকার্ড (জাতীয় পরিচয়পত্র) বিতরণ করা হবে। মাগুরা পৌরসভার ৯টি ওয়ার্ডসহ সদর উপজেলার ১৩টি ইউনিয়নের ভোটারদের মধ্যে এ স্মার্টকার্ড বিতরণ করা হবে।

Advertisement

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মাগুরা পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৭৭ হাজার ৮৩৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৭২২ জন এবং নারী ১ লাখ ৪০ হাজার ১১৫ জন।

জেলা নির্বাচন অফিসার মোহা. আ. ছালেক জাগো নিউজকে জানান, মাগুরা পৌরসভার ভোটারদের স্মার্টকার্ড বিতরণ শুরু হবে মাগুরা সরকারি উচ্চ বালক বিদ্যালয় থেকে। পর্যায়ক্রমে ওয়ার্ডগুলোতে এলাকা ভেদে সকাল ৯টা থেকে দুপুর ১ট ও দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এসব কার্ড বিতরণ করা হবে।

স্মার্টকার্ড নেয়ার জন্য পুরাতন জাতীয় পরিচয় পত্রটি সঙ্গে আনতে হবে। জাতীয় পরিচয়পত্রধারীকে নিজে উপস্থিত হয়ে এ কার্ড সংগ্রহ করতে হবে। এছাড়া স্মার্টকার্ড নেয়ার সময় চোখের আইরিশ এবং ১০ আঙুলের ছাপ দিতে হবে।

Advertisement

কেউ যদি নির্দিষ্ট সময়ে স্মার্টকার্ড সংগ্রহ না করতে পারে তাহলে জেলা নির্বাচন অফিস থেকে এসব কার্ড পরবর্তীতে সংগ্রহ করা যাবে বলেও জানান তিনি।

আরাফাত হোসেন/এফএ/পিআর