রাজনীতি

ছাত্রদল নেতা-কর্মীদের গ্রেফতারে নিন্দা

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে ছাত্রদলের নেতা-কর্মীদের গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী সাক্ষরিত এক বিবৃতিতে নেতৃবৃন্দ এ নিন্দা জানান।বিবৃতিতে তারা বলেন, বাংলাদেশের মুক্ত চিন্তা চর্চার তীর্থস্থান জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গন থেকে ছাত্রদল নেতা-কর্মীদের বিনা কারণে আটক আমাদের গণতন্ত্রের জন্য ধাক্কা। গণতন্ত্র এদেশে নির্বাসিত হয়েছে অনেক আগেই। কিন্তু এই গ্রেফতারের মাধ্যমে মুক্ত চিন্তা আর স্বাধীন মত প্রকাশকে আরো বাঁধাগ্রস্থ করা হয়েছে। নেতৃদ্বয় আশা করে বলেন, সরকার অচিরেই গণতন্ত্রকে হত্যার পথ থেকে সরে আসবে। না হলে বিগত স্বাধীনতা সংগ্রামের আদলেই এই দেশের ছাত্র-জনতা তারা তাদের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসবে বলেও আশা তাদের।অবিলম্বে আটক নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করে সরকারকে অব্যাহত জুলুম নির্যাতন বন্ধের আহবান জানান তারা।এছাড়া অন্য এক বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ ফেনী জেলার দাগনভূঞা উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফুল হাসান জাবেদকে গ্রেফতারের নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।এমএইচ/আরএস/পিআর

Advertisement