কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজাকারের বাচ্চা নয়, ওরা দেশেরই সন্তান বলে মন্তব্য করেছেন সংবিধান প্রণেতা ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন।
Advertisement
তিনি ‘কোটা সংস্কার আন্দোলনকারীদের যারা অপমান করে, তাদের দুই চড় মারবো’ বলেও হুঁশিয়ারি দিয়েছেন।
মঙ্গলবার (৩১ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জাতীয় ঐক্য প্রক্রিয়া আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল বলেন, ‘যারা এ আন্দোলনকারীদের অপমান করে, তারা আসো, আমার সামনে দাঁড়াও। আমাকে গুলি করো, মারার আগে তাদের দুই চড় মারবো।’
Advertisement
তিনি বলেন, ‘ছেলেরা ন্যায্য প্রস্তাব নিয়ে যাচ্ছে, সংস্কারের প্রস্তাব করার অধিকার তাদের আছে। লাখ লাখ জীবন দিয়ে এ অধিকার অর্জন করা হয়েছে। বঙ্গবন্ধুর স্বাক্ষরিত দলিল— যেটা জাদুঘরে সংরক্ষিত আছে, তাতে লেখা আছে। তার নাম ভাঙিয়ে যারা সব সুযোগ-সুবিধা ভোগ করছে, দেখো সেই দলিলটাতে কী লেখা আছে। এ দেশের মালিক জনগণ। এ দেশের মালিক কোনো ব্যক্তি নয়। তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।’
ইতিমধ্যে একটি ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে দাবি করে ড. কামাল বলেন, ‘দেশের মানুষ নিজের দিকে তাকিয়ে দেখেন—আমরা মালিক। তারা প্রশ্ন করে, আমরা কী করে মালিক? আমাদের কথা তো কেউ শোনে না। আমি বলি, আপনারা ঐক্যবদ্ধ হন, তারপর দেখেন শোনা যাবে কী যাবে না। ইতোমধ্যে একটি ঐক্য প্রক্রিয়া শুরু হয়েছে, এর মধ্যেই টনক নড়ে যাচ্ছে। শক্তভাবে আরও ঐক্যবদ্ধ হতে হবে। আসুন আমরা দাঁড়াই।’
কয়লা চুরি প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়লা চুরির পর কয়েকদিন পর মাটি চুরি হবে। লক্ষ্য করবেন চুরি ডাকাতির কথা বলা হচ্ছে, কিন্তু আইনানুগ কোনো ব্যবস্থা কি নেয়া হচ্ছে? আমি প্রশ্ন রাখলাম।’
এএসএস/এএইচ/আরআইপি
Advertisement