জাগো জবস

সেনাবাহিনীতে মেজর হওয়ার সুযোগ

বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে ‘মেজর’ পদে যোগ দিতে পারেন। আগ্রহীরা আগামী ১৮ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

Advertisement

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: ১৯তম ডিএসএসসি (স্পেশ্যাল পারপাস) এএমসি/এইসি (পুরুষ/মহিলা)শিক্ষাগত যোগ্যতা: এফসিপিএস/এফআরসিএস/এমএস/এমডি অথবা সমমান যা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত।

শারীরিক যোগ্যতা

Advertisement

> আরও পড়ুন- ১১৬৬ জনকে চাকরি দিচ্ছে খাদ্য অধিদফতর

ক্যাটাগরিনিম্নবর্ণিত ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন-

বেতন: ৫৯,১৫০ টাকা আবেদন ফি: ১,০০০ টাকাআবেদনের নিয়ম: আগ্রহীরা joinbangladesharmy.army.mil.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

অাবেদনপত্র জমা: সেনাবাহিনী সদর দফতর, অ্যাডজুটেন্ট জেনারেল শাখা, পার্সোনেল অ্যাডমিনিস্ট্রেশন পরিদফতর (পিএ-২), ঢাকা সেনানিবাস।

Advertisement

পরীক্ষা: মৌখিক পরীক্ষা আগামী ২৮ আগস্ট ২০১৮ তারিখে ডিজিএমএস অফিস, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার সময় কল-আপ লেটার, সকল পরীক্ষার সনদপত্র ও নম্বরপত্রের মূলকপি আনতে হবে।

পরীক্ষার ফলাফল: www.joinbangladesharmy.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশিত হবে।

আবেদনের শেষ সময়: ১৮ আগস্ট ২০১৮

সূত্র: বাংলাদেশ প্রতিদিন, ২৭ জুলাই ২০১৮

এসইউ/পিআর