বিনোদন

চার বছর পর ভিডিওতে ‘যমুনার চর’

প্রায় চার বছর আগে তারেক আনন্দের কথায় মিশ্র অ্যালবাম ‘আনন্দের গান’-এ ‘যমুনার চর’ শিরোনামের গানটি প্রকাশ পেয়েছিল। গানটি গেয়েছিলেন রাজিব। এবার প্রকাশ হয়েছে গানটির ভিডিও। তারেক আনন্দের লেখা এই গানটির সুর ও সংগীতায়োজন করেন অয়ন চাকলাদার। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন রাজিব।

Advertisement

এ প্রসঙ্গে রাজিব বলেন, ‘যমুনার চর’ বেঁচে থাকার মতো একটি গান। এই ধরনের গান মানুষ শুনতে চায়। চার বছর পর মিউজিক ভিডিও করার উদ্দেশ্য একটাই, ভিডিওর এই সময়ে এসে অডিও গান শ্রোতাদের মনোযোগ আকর্ষণ করে না।’

তারেক আনন্দ বলেন, ‘যমুনার চর’ আমার কথার প্রিয় একটি গান। এমন গান ইচ্ছে করলেই লেখা যায় না। শৈশবে আমার চোখের সামনে যমুনা নদীতে বিলিন হয়েছে নানাবাড়ি। সেই স্মৃতি থেকেই গানটি লেখা।’

রাজিব জানান, ময়মনসিংহ বিভাগের জামালপুর জেলার যমুনা তীরবর্তী এলাকার বিভিন্ন স্থানে গানটির দৃশ্যধারণ হয়েছে।

Advertisement

এমএবি/এলএ/এমএস