‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ এই স্লোগান সঙ্গে করেই এবার মাঠে নামছেন চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পায়েলের মর্মান্তিক মৃত্যু ও ২৯ জুলাই বিমানবন্দর সড়কের কুর্মিটোলা বাসস্ট্যান্ড এলাকায় বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের ২ শিক্ষার্থীর মর্মান্তিক অকাল মৃত্যুতে এবং দায়িত্বশীলদের দায়িত্বহীন বক্তব্যের প্রতিবাদে এক মানববন্ধনের ডাক দিয়েছে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
Advertisement
সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিরাপদ সড়ক চাই (নিসচা)'র পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩ অাগস্ট শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালিত হবে।
ইলিয়াস কাঞ্চন বলেন, শিক্ষার্থীরা আমাদের দেশের মেরুদণ্ড। আজ সড়ক দুর্ঘটনায় দেশের মেরুদন্ড ভেঙে যাচ্ছে যা সত্যিই দুঃখজনক। আমরা চাই আগামী শুক্রবার রাজধানীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ও সকল স্তরের জনগণ আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সকলের প্রতি নিসচার উদাত্ত্ব আহ্বান থাকলো সকলে মিলে সচেতন হই যেন আর কোন তাজা প্রাণ সড়কের অপঘাতে নিভে না যায়। শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ঘটনা সারাদেশের মানুষের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আমরা দেশের সড়ককে নিরাপদ করার লক্ষে দীর্ঘ ২৫ বছর ধরে মাঠেই নেমে আছি এবং মাঠে থাকব যতদিন না নিরাপদ সড়ক বাস্তবায়ন হয়।’
তিনি আরো বলেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অফিসিয়ালিভাবে আপনারা অনেকে ইতোমধ্যে নিসচার প্রতি অনুগত হয়ে আহ্বান জানিয়েছেন আমরা যেন সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা নিয়ে কিছু একটা করি। আপনাদের সবার প্রতি সম্মান জানিয়ে নিসচা আগামী ৩ আগস্ট মানববন্ধন করবে। আমারা আশা রাখি দলমত নির্বিশেষে আপনারা সকলে আমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করবেন। আমরা দেখতে চাই শুধু আপনারা আহ্বানে নয়, দাবি আদায়ে নিসচা আয়োজিত সকল কর্মসূচিতে অংশগ্রহণ করে দায়িত্বশীলতার পরিচয় দিবেন।’
Advertisement
এমএবি/এলএ/পিআর