পবিত্র হজ পালনের লক্ষ্যে সৌদি আরব পৌঁছেছেন ৭১ হাজার ৩১০ জন হজযাত্রী। সোমবার (৩০ জুলাই) পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২২৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৬৮ হাজার ৮৪ জন সৌদি পৌঁছেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১০০টি ও সৌদি এয়ারলাইন্সের ১০১টি ফ্লাইটসহ মোট ২০১টি ফ্লাইট এসব হজযাত্রী পরিবহন করে।
Advertisement
ধর্ম মন্ত্রণালয় কর্তৃক মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।
এদিকে সোমবার রাত ১০টায় হজ প্রশাসনিক দলের দলনেতা এবং ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রশাসনিক দলের সদস্যদের বেসরকারি ব্যবস্থাপনায় আগত হজযাত্রীদের বাড়িতে গিয়ে তাদের সাথে কুশল বিনিময় করার সিদ্ধান্ত গৃহীত হয়।
চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার ৭৯৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজারসহ মোট ১ লাখ ২৬ হাজার ৭৯৮ জন হজে যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ আগস্ট পবিত্র হজ অনুষ্ঠিত হবে।
Advertisement
এমইউ/এসআর/জেআইএম