আন্তর্জাতিক

পাইলটের বুদ্ধিমত্তায় প্রাণে রক্ষা

চীনের রাজধানী বেইজিংয়ে বেসামরিক একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে জনসমাগমপূর্ণ এলাকায় হেলিকপ্টারটির বিধ্বস্ত হওয়া ঠেকিয়েছেন পাইলট। তবে বেইজিংয়ের একটি পার্কিং লটে বিমানটি বিধ্বস্ত হয়। এতে কোনো প্রাণহানি হয়নি।

Advertisement

চীনের রাষ্ট্রীয় দৈনিক বেইজিং ইয়ুথ ডেইলির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশটির স্থানীয় সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে এক স্ট্যাটাসে বেইজিং পুলিশ বলছে, ভূমিতে থাকা কেউই আহত হয়নি। তবে হেলিকপ্টারের চার আরোহী সামান্য আহত হয়েছেন।

আরও পড়ুন : ছিনতাই হয়েছিল মালয়েশীয় সেই বিমান?

হেলিকপ্টারটি জনসমাগমপূর্ণ এলাকায় বিধ্বস্ত হতে যাচ্ছে, এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন পাইলট। পরে বেশ কয়েকবার চেষ্টা চালিয়ে হেলিকপ্টারটির গতিপথ বদলে ফাঁকা স্থানের দিকে নেন তিনি।

Advertisement

বেল হেরিকপ্টার বলেছে, বিধ্বস্ত বেল ৪২৯ হেলিকপ্টারটি রেইংউড স্টার অ্যাভিয়েশনের মালিকানাধীন। বিধ্বস্তের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া চীনা বেসামরিক বিমান পরিবহন প্রশাসনও এ ঘটনায় তদন্ত শুরু করছে বলে রেইংউডের এক প্রতিনিধি রয়টার্সকে জানিয়েছেন।

এসআইএস/আরআইপি

Advertisement