বিনোদন

ত্রিশ লাখ ছাড়িয়ে কাঙ্গালিনী সুফিয়ার গান

কাঙ্গালিনী সুফিয়ার একটি নতুন গান প্রকাশ হয়েছিল গত এপ্রিল মাসে। বাউল সাধক আব্দুর রহমান বয়াতীর কথায়, মুরাদ নূর'র সুরে, মুশফিক লিটুর সংগীতায়োজনে ‘ভুলি ভুলি মনে করি’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছিলেন শুদ্ধ মাটির শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয় এই গানটি। যতই দিন যাচ্ছে ভিউ বেড়েই চলেছেন গানটির।

Advertisement

এরই মধ্যে গানটি ত্রিশ লাখেরও অধিকবার শোনা হয়েছে। গানটির সাফল্য নিয়ে খুব বেশি খুশি নন এই গানের সুরকার মুরাদ নূর। তিনি বলেন, ‘গানটি প্রকাশের পর থেকেই অনেক প্রসংশা বাক্য শুনেছি। অনেক ভালো লেগেছে। ভালো করে গানটি প্রচারণা করলে, ভিডিও মার্কেটিং করলে আরও অনেক মানুষের কাছে পৌঁছানো সম্ভব ছিল। একটি গানের ভিউ একমিলিয়ন, দুই মিলিয়ন ছাড়ালে। সেই গানটিকে আরও অধিক মানুষের কাছে পৌঁছানের ব্যবস্থা করা হয়। আমাদের এই গানটির ক্ষেত্রে তেমনটা হয়নি। নিজ গুনেই গানটির ভিউ ৩০ লাখ ছাড়িয়েছে!’

মুরাদ আরও বলেন,‘ বাংলার আপামর মানুষ তার সঠিক সংস্কৃতি লালন করে। বিন্দুমাত্র প্রচার ছাড়া এই গানটিই তার বড় প্রমাণ। মানুষের কাছে গানটি নির্মাণের জন্য ভূয়সী প্রশংসা পেয়ে সম্মানিত হয়েছি! আমি মনে করি প্রজন্মের জনপ্রিয় শিল্পীর এক হাজার গান আর কাঙ্গালিনীর উচ্চারনে ভুল করা একটি গান সমান।’

এমএবি/এলএ/পিআর

Advertisement