আইন-আদালত

কজলিস্টে আগের মামলা আগে : সুপ্রিম কোর্টের নির্দেশনা

সুপ্রিম কোর্টের কর্মদিবসে কার্যতালিকা (কজলিস্ট) তৈরিতে নতুন নির্দেশনা দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা। প্রধান বিচারপতির এই নির্দেশনা গুরুত্বের সঙ্গে অনুসরণ করে বেঞ্চ কর্মকর্তা ও সহকারী বেঞ্চ কর্মকর্তাকে দৈনিক কার্যতালিকা প্রস্তুত করার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল নির্দেশ দিয়েছেন। সম্প্রতি রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বেঞ্চ কর্মকর্তাদের এ নির্দেশনা দেওয়া হয়।  রেজিস্ট্রারের নির্দেশনা অনুযায়ী, রিটের ক্ষেত্রে মামলার নম্বর ও সাল অনুসারে (মেনশন স্লিপে উল্লিখিত) আগের মামলা আগে নিয়েই কার্যতালিকা প্রণয়ন করতে হবে। পরে দায়ের করা মামলা আগের দায়ের করা মামলার উপরে এনে নম্বর নির্ধারণ করা যাবে না।একই নির্দেশনা ফৌজদারি মামলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। সব ধরনের ফৌজদারি মামলার মোশন তালিকা প্রস্তুতের ক্ষেত্রে প্রাপ্ত মেনশন স্লিপে উল্লেখিত মামলার এফিডেভিটের তারিখ ক্রমিক নম্বর অনুযায়ী ক্রম থেকে ক্রমে থাকবে। কোনো অবস্থাতেই আগে সম্পাদিত এফিডেভিটযুক্ত মামলার আইটেম নম্বর পরে সম্পাদিত এফিডেভিট যুক্ত মামলার আইটেম নম্বরের পর নির্ধারণ করে তালিকা প্রস্তুত করা যাবে না। হাইকোর্টে কোন মামলা করার পর কার্যতালিকায় আনতে বাড়তি টাকা দিতে হয় বলে বিভিন্ন সময়ে বিচারপ্রার্থীরা অভিযোগ করে আসছেন। বেঞ্চ কর্মকর্তা ও সহকারী বেঞ্চ কর্মকর্তাদের মধ্যে কিছু অসাধু কর্মকর্তা মামলা কার্যতালিকায় ওঠানোর কথা বলে বাড়তি টাকা নেন।এফএইচ/আরএস/পিআর

Advertisement